Neermahal
IndiaTripuraNeermahal

Neermahal

Rudijala, Tripura 799115, India
4.4(1.9K)
Open until 6:00 PM
Save
spot

Info

Cultural
Outdoor
Family friendly
logoLearn more insights from Wanderboat AI.
Website
tripuratourism.gov.in
Open hoursSee all hours
Sat9 AM - 6 PMOpen

Posts

MT BTMT BT
One of the popular tourist attraction. The Lake Palace of Tripura' or the Neermahal is the largest palace of its kind in the entire Indian Subcontinent. This architectural beauty rightly derives its name from its location, i.e. the middle of Rudrasagar Lake. It is one of the two water palaces that our country has. The former royal palace is an outcome of King Bir Bikram Kishore Manikya Bahadur's great perspective. It was the summer palace for king and his family. Even today, its highly ornated structure showcases the glorious past. The surrounding lawns and flower beds add seven stars to the beauty of this place. The evenings at Neermahal are spent watching the light and sound show. It makes people familiar with the cultural heritage of the place and its owners. The historicity comes with a tint of adventure too. Yes, the palace premises also include some water sports activities. This makes it a perfect combination of antiquity and thrill. Moreover, the palace has even gained fame for its 'Neermahal Water Festival.' A huge flock of people visit the mahal only to take part in the boat races organised by the board. This architectural marvel has a lot to give to its visitors. Therefore, whenever in Agartala make sure to turn your ways towards this gem of North-East. Neermahal is the realisation of Maharaja Bir Bikram Manikya Bahadur's idea of constructing a summer residence in the middle of Rudrasagar Lake. It was in 1921 when he appointed the British company Martin and Burns to build the massive palace for him. The palace took 9 years of hardwork and dedication for its formation. The king of Manikya Dynasty, Maharaja Bir Bikram was a progressive ruler who worked for blending the tribal community with modernity by building great infrastructure. Neermahal stands to be his most wonderful creation. The baffling beauty of this palace even today leaves each of its visitor spellbound.
Barkha ChamuahBarkha Chamuah
Neermahal, also known as the "Water Palace," is a stunning palace located in the middle of the Rudrasagar Lake in the state of Tripura, India. It is a unique architectural marvel and a popular tourist destination. Here's a general review: Neermahal is a captivating destination that offers a blend of history, culture, and natural beauty. The palace's striking location surrounded by the serene waters of Rudrasagar Lake makes it a picturesque sight. The palace was built by the Tripura King Maharaja Bir Bikram Kishore Manikya in the 1930s, and its architecture is a fusion of Hindu and Islamic styles. Visitors can explore the palace's intricate design, which includes numerous balconies, domes, and beautiful gardens. The palace served as a summer retreat for the royals and is a testament to their opulent lifestyle. It's interesting to learn about the historical significance of Neermahal and the royal heritage of Tripura. A boat ride to reach Neermahal adds to the charm of the visit. The journey across the lake offers serene views of the surrounding greenery and birdlife. Sunset boat rides are particularly popular as they provide a magical backdrop to the palace. One drawback might be that the palace's interior is not open to the public, which limits the exploration to its exterior and the lake views. However, the overall experience, including the boat ride and the scenic beauty, compensates for this limitation. Neermahal in Tripura is a must-visit destination for those interested in history, architecture, and natural beauty. It offers a unique experience that allows you to step back in time and appreciate the grandeur of a bygone era while enjoying the tranquility of the lake.
Rajib HossainRajib Hossain
আগরতলায় পৌঁছেছি অনধিক তিন ঘণ্টা। এরই মধ্যে উজ্জয়ন্ত প্যালেস দর্শন সমাপ্ত হয়েছে। কাঁধের ব্যাগ এখনো কাঁধেই আছে, কোন হোটেলে উঠিনি। হাতে যথেষ্ট সময় আছে বলে ঠিক করলাম কাঁধের ব্যাগ কাঁধেই থাকুক, আজই নীর মহল দর্শন কাজ শেষ করবো। আগরতলার বটতলা বাস স্টপেজ থেকে বাসে করে মাত্র ৩০ টাকা ভাড়ায় ৫৩ কিলোমিটার দুরের সিপাহী জলা জেলার মেলাঘরে যাওয়া যায়, কিন্তু সেগুলো ডাইরেক্ট বাস না। তাই ৭০০ টাকায় একটি অটো ভাড়া করে রওনা দিলাম । হঠাৎ শুরু হল ঝরো বৃষ্টি। । বিশাল সিরিয়ালে গ্যাস নিতে গিয়ে এক ঘণ্টার পথ পারি দিতে তিন ঘণ্টা লেগে গেল। বৃষ্টি মাথায় নিয়ে রাত ১০ টায় পৌঁছুলাম মেলাঘরে। সকলেই নীর মহল দেখার জন্য সকালে আগরতলা থেকে যাত্রা শুরু করে। দিনে দিনে ফিরেও যায়। আমি শুনেছিলাম যে, রাতে নীর মহলে রাতে আলোক সজ্জা করা হয়, সেই অপূর্ব দৃশ্য দেখার লোভে এই রাত বিরাতে এই জনশূন্য জনপথে আসা। কিন্তু এখানে নেমে জানতে পারলাম, আলোক সজ্জা বর্ষা কালে বন্ধ থাকে। অগত্যা ব্যর্থ হৃদয়ে একটি বোর্ডিং হাউজে সস্তায় রাত্রি যাপন! সকালে দশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম রুদ্র সাগর হ্রদের পাড়ে, নীর মহলের গেটে। নীর মহল মূলত একটি জল প্রাসাদ। রুদ্র সাগর নামক ৫.৩ বর্গ কিলোমিটার আয়তনের একটি বিশাল লেকের ঠিক মধ্যভাগে এই প্রাসাদের অবস্থান। শ্রুতি আছে যে, স্বয়ং কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর এই প্রাসাদটির “নীর মহল” নামকরণ করেছিলেন। সমস্ত ভারত বর্ষে মাত্র দুটি জল প্রাসাদ রয়েছে। তাদের একটি হচ্ছে এই নীর মহল। জল মহল নামের অপর প্যালেসটি রাজস্থানের জয়পুর শহরের মান সাগর হ্রদের মাঝে অবস্থিত। কিন্তু আকারে আয়তনে ত্রিপুরার এই প্যালেসটি জল মহলের চেয়েও বৃহৎ। জয়পুরের প্রাসাদটির ভেতরে পর্যটকদের প্রবেশাধিকার নেই, কিন্তু নীর মহলে সেই সুযোগ আছে। ১৯৩৮ সনে ত্রিপুরার তৎকালীন রাজা মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর গ্রীষ্মকালীন প্রাসাদ হিসেবে মার্টিন এন্ড বার্ন কোম্পানিকে দিয়ে নীর মহল নামের এই প্রাসাদটি নির্মাণ করিয়েছিলেন। প্রাসাদটি তৈরিতে দীর্ঘ আট বছর সময় লেগেছিল। এটি মূলত একটি বিনোদন প্রাসাদ, যেখানে রাজা গ্রীষ্ম কালে আনন্দ বিনোদনের জন্য অবস্থান করতেন। উত্তর দক্ষিণ মুখী এই প্রাসাদটি পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং দুটি ভাগে বিভক্ত। প্রাসাদের পশ্চিম ভাগে রয়েছে অন্দর মহল যেখানে রয়েছে নাচ ঘর, আড্ডা স্থল, রাজ পরিবারের রাত্রি যাপনের কক্ষ সমূহ।প্রাসাদের ২৪টি কক্ষের কোনটি কোন কাজে ব্যবহৃত হত সেটি এখন সঠিক ভাবে বলা ডিফিকাল্ট।অন্দর মহলে তিনটি ভাগে তিনটি সবুজ ঘাসে মোড়া বৃক্ষরাজি পূর্ণ বাগান রয়েছে। আর পূর্ব দিকে রয়েছে রক্ষীদের ওয়াচ টাওয়ার, একটি উন্মুক্ত স্পেস, যেখানে নানা উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হত। রাজ পরিবারের সদস্যরা তাদের নৌযানে চড়ে প্রাসাদে অন্দর মহল সংযুক্ত নৌ-ঘাটের মাধ্যমে প্রাসাদে প্রবেশ করতেন। নৌকা ঘাটে অনেকগুলো বড় নৌকা পর্যটকের জন্য অপেক্ষা করছে। খুব সকাল বলে এখানে আমিই একমাত্র পর্যটক। আগরতলা থেকে পর্যটকরা এলে নৌকা ছাড়বে। বড় নৌকা গুলিতে আসা যাওয়ার জন্য মাথা পিছু ভাড়া ৫০ টাকা। কিন্তু অজানা সময়ের জন্য অপেক্ষা করা দুষ্কর, আমাকে অন্য কোথাও যেতে হবে। তাই ৩৫০ টাকা দিয়ে একাই একটি নৌকা ভাড়া করে চললাম প্রাসাদ সমীপে। বিশাল হ্রদের সান্ত ঢেউ এঁর কালো জল বেয়ে নৌকা চললো উত্তর পানে। যত কাছে যাচ্ছি, নীর মহলের সৌন্দর্য ততটাই দৃষ্টি গোচর হচ্ছে। খালী চোখে যেভাবে সৌন্দর্য দেখতে পাচ্ছি, ক্যামেরার লেন্সে তার ছিটে ফোটাও ধরা পরছে না। আবার এই প্রাসাদটি পূর্ব পশ্চিমে এতটাই লম্বা যে, এটার পূর্ণ ছবি তুলতে গেলে স্থাপনাটি ছবিতে ক্ষুদ্র হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ভেঙ্গে ভেঙ্গে ছবি তুলে রাখলাম। নৌকা দক্ষিণ ঘাটে ভিড়তেই লাফিয়ে নেমে পরলাম। অপেক্ষার পালা আর সহ্য হচ্ছিল না। প্রাসাদে প্রবেশের সিঁড়িগুলো নিমিষেই পেড়িয়ে গিয়ে ঢুকে পরলাম মূল অন্দরে। প্রাসাদে আমিই একমাত্র পর্যটক। তাই দক্ষিণের মূল দরজা ঠেলে চত্বরে প্রবেশ করতে কষ্ট পোহাতে হল না। মহলে প্রবেশ করেই চক্ষু চড়কগাছ। কংক্রিটের বুকে বিশাল গাড় সবুজ একটি বাগান। সেখানে সারি সারি পাম বৃক্ষ সহ ক্রিস্টমাস ট্রি ও অন্যান্য বৃক্ষের সমারোহ। সবুজের মায়া ছাড়িয়ে ঢুকে পরলাম বৃত্তাকার একটি ডান্স ফ্লোরে। সাদা মার্বেলে মোড়ানো ডান্স ফ্লোরটি অপূর্ব। এঁর পরেই এক পাশেই একটি চতুষ্কোণ মুক্ত হল রুম, পাশেই একটি গোলাকার মঞ্চ ঘিরে আরও একটি জলসা ঘর। উত্তর দিকে রয়েছে রাজ পরিবারের নৌকা ঘাট। একটির পর একটি রুম ঘুরে চলে এলাম অন্দরের অন্দরে। সেখানে রাজ কর্তাদের বিশ্রাম কক্ষ আর নান্দনিক বাগান। কক্ষ গুলোও অপরূপ সুন্দর। সর্ব পশ্চিমে রয়েছে দারুণ একটি উন্মুক্ত মঞ্চ আর তার সম্মুখে দর্শক স্পেস। এখানেও সবুজের সমাহার। মহলের চারিপাশ জালি যুক্ত দেয়াল। সম্পূর্ণ মহলটি ভারতীয় আদি স্থাপত্য রীতি আর মুঘল রীতির সমন্বয় এমন ভাবে করা হয়েছে যে তা নান্দনিকতার উচ্চ স্তরের বিন্যাসে পরিণত হয়েছে। রং মহল, ডান্স ফ্লোর, উন্মুক্ত সবুজ বাগান ছেঁড়ে চলে
See more posts
See more posts

Reviews of Neermahal

4.4(1,877)
avatar
5.0
2y

The only two lake palaces of India are a picture in contrast. While the Lake Palace at Lake Pichola in Udaipur in West India is now being run as a luxury hotel and the lake surrounding it has brought immense prosperity to the entire area, at the other end of the country Neermahal or the water palace in Tripura with a lake drained of precious water and weeds all around it, tells a tale of gross neglect.

In fact, few in the country even know that Neermahal, which is set in the midst of the...

   Read more
avatar
3.0
1y

Neermahal also known as Twijilikma Nuyung ( Literally: "Water Palace" ) is a former royal palace of Tripura Kingdom, built by Maharaja Bir Bikram Kishore Manikya bahadur in 1930.[2] It is also the largest water palace in India. The palace is situated in the middle of Rudrasagar Lake ( Twijilikma ), in Melaghar 53 kilometers away from Agartala, the capital of Tripura. The ‘lake palace’ of Tripura, Neer-Mahal was constructed as a summer residence of the royal family. Maharaja Bir Bikram...

   Read more
avatar
5.0
6y

One of the popular tourist attraction. The Lake Palace of Tripura' or the Neermahal is the largest palace of its kind in the entire Indian Subcontinent. This architectural beauty rightly derives its name from its location, i.e. the middle of Rudrasagar Lake. It is one of the two water palaces that our country has. The former royal palace is an outcome of King Bir Bikram Kishore Manikya Bahadur's great perspective. It was the summer palace for king and his family. Even today, its highly...

   Read more
review photoreview photoreview photoreview photoreview photoreview photoreview photoreview photoreview photo
Page 1 of 7
Previous
Next

Nearby attractions

Rudrasagar Lake

Rudrasagar Lake

4.5

(157)

Open 24 hours
Click for details
Get the Appoverlay
Get the AppOne tap to find yournext favorite spots!
logo
boat

Get the App

Get the most of Wanderboat by installing our new mobile app

Continue to site
Wanderboat Cover

We use cookies

We use cookies to ensure you get the best experience on our website. For more information on how we use cookies, please see our cookie policy.

By clicking "Accept", you agree to our use of cookies.

Learn more