Hinda Kasba Shahi Jame Mosque is a well known mosque in Jaipurhat district of Bangladesh... The mosque is located at Hinda village in Barail union of Khetlal upazila, 15 km from Joypurhat town... The mosque have a variety of designs like the glass, porcelain and mosaic walls of that mimic Mughal architecture... This is really a great Islamic architecture... Allah...
Read moreজয়পুরহাট জেলা সদর থেকে সড়ক পথে ক্ষেতলাল উপজেলা হয়ে বড়াইল ইউনিয়ন পরিষদ এর সন্নিকটে হিন্দা-কসবা শাহী জামে মসজিদটিতে পৌঁছা যায়।
ইসলামী স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন হিন্দা-কসবা শাহী জামে মসজিদ। জয়পুরহাট শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে এ মসজিদটি অবস্থিত। মসজিদটির কাঠামোতে কাঁচ, চিনামাটির টুকরা ও মোজাইকসহ এর দেয়ালে রয়েছে বিভিন্ন রকম নকশা যা মোঘল স্থাপত্য শিল্পের অনুকরনে করা হয়েছে। মসজিদের কক্ষের দৈর্ঘ্য ৪৯.৫০ ফুট ও প্রস্থ ২২.৫০ ফুট। ইসলামের ৫ টি স্তম্ভের কথা চিন্তা করে এর ৫ টি গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝের বড় ১টি ও চারপাশের ৪টি ছোট গম্বুজ রড ছাড়াই তৈরি হয়েছে। মসজিদের উত্তর পাশে ৪০ ফুট লম্বা মিনার রয়েছে। পূর্ব পাশে রয়েছে হযরত শাহ্ সুলতান বখতির ৪জন শিষ্যের মাজার।
বাংলা ১৩৬৫ সালে বাগমারী পীর হিসাবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর চিশতীর (রহঃ) নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিশতি আমলে তাঁরই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। হযরত আব্দুল গফুর চিশতী (রহ) নিজেই এর নকশা তৈরি ও ভিত্তি প্রস্তর...
Read moreরাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় অবস্থিত হিন্দা-কসবা শাহী জামে মসজিদ (Hinda – Kasba Shahi Mosque) বাংলাদেশের ইসলামী স্থাপত্য শিল্পের একটি অন্যতম নিদর্শন। জয়পুরহাট জেলা শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ক্ষেতলালের হিন্দা গ্রামে মসজিদটির অবস্থান। কাচ, চিনামাটি এবং মোজাইকের মাধ্যমে মসজিদের দেয়ালে মোগল স্থাপত্য শিল্পের অনুকরনে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে, যা আগত দর্শনার্থীদের কাছে মসজিদটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বাগমারী পীর হিসাবে সুপরিচিত হযরত আবদুল গফুর চিশতি (রঃ) চিরকুমার ছিলেন। তিনি জয়পুরহাট জেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরী করে গেছেন। হিন্দা-কসবা শাহী জামে মসজিদ হযরত আবদুল গফুর চিশতি (রঃ)-এর নকশায় খলিফা আবদুল খালেক চিশতির তত্বাবধানে বাংলা ১৩৬৫ সালে নির্মাণ করা হয়।
হিন্দা-কসবা শাহী জামে মসজিদের কক্ষের দৈর্ঘ্য ৪৯.৫০ ফুট এবং প্রস্থ ২২.৫০ ফুট। ইসলামের ৫ টি স্তম্ভের অনুকরণে মসজিদে ৫ টি গম্বুজ তৈরি করা হয়েছে। আর মসজিদের উত্তর দিকে রয়েছে ৪০ ফুট উচ্চতার একটি মিনার। এছাড়া হিন্দা-কসবা শাহী জামে মসজিদের পাশেই ৪ জন সুফি-সাধকের...
Read more