Nagaland Zoological Park
Nagaland Zoological Park things to do, attractions, restaurants, events info and trip planning
Description
outdoor
family friendly
The Nagaland Zoological Park is a 176-hectare zoo located at Rangapahar in the Chümoukedima District of Nagaland. It is Nagaland's biggest zoo and was opened to public in August 2008.
attractions: , restaurants:
Ratings
Description
The Nagaland Zoological Park is a 176-hectare zoo located at Rangapahar in the Chümoukedima District of Nagaland. It is Nagaland's biggest zoo and was opened to public in August 2008.
Posts
Zoological Park in Nagaland offers a captivating experience for nature lovers and wildlife enthusiasts. Nestled amidst the picturesque landscapes of the region, this park is a treasure trove of biodiversity. Upon entering the park, visitors are greeted by lush greenery and a serene atmosphere. The park is thoughtfully designed, providing ample space for the animals to roam freely in habitats that resemble their natural environments. The enclosures are well-maintained and spacious, ensuring the comfort and well-being of the resident wildlife. One of the highlights of the Zoological Park is the incredible variety of animal species it houses. From majestic tigers and graceful leopards to playful primates and colorful birds, there is a diverse range of creatures to admire. The park also aims to conserve endangered species, contributing to the efforts of wildlife preservation. The knowledgeable staff members are passionate about their work and readily share interesting facts about the animals, adding to the educational value of the visit. Visitors have the opportunity to learn about various species, their habitats, and the conservation initiatives undertaken by the park. Another aspect that sets this zoological park apart is its commitment to creating a natural and immersive experience. The carefully landscaped trails and well-placed viewing areas allow visitors to observe the animals up close while maintaining a safe distance. The Zoological Park in Nagaland is not only a delightful destination for families and nature enthusiasts but also plays a significant role in promoting awareness and conservation of wildlife. It serves as a valuable platform for fostering a deeper appreciation for the incredible diversity of our natural world. Overall, a visit to this zoological park is a memorable and enriching experience. It offers a unique opportunity to connect with nature, witness the beauty of wildlife, and contribute to the conservation efforts in Nagaland.
Pukito KihoPukito Kiho
40
নাগাল্যান্ডের উত্তর ঘেঁষা দিগন্তবিস্তৃত সমভুমি ধরে,দক্ষিন-পুর্বের পাহাড়সারি বেয়ে, আসামের গহীন অরন্য ভেদ করে, মেঘালয়ের শানিত হাওয়ার দাপট ভেঙে, আমি চড়েছিলাম মোহনীয় সাত বোনেদের রাজ্যে। চড়েছিলাম আমার চিরচেনা মাউন্টেইন বাইকে, হাজার মাইল লম্বা সেসব অপার্থিব পথ-ঘাট-উপত্যকায়। দেখেছিলাম কত জাতের মানুষ, শুনেছিলাম কত বিচিত্র ভাষার শ্রুতি, কতঘন্টা শুয়ে থেকেছি হাত পা ছড়িয়ে, ঝকঝকে নীল আকাশের নীচে.... পৃথিবী ও প্রকৃতির উপর আমার আকর্ষণ দুর্নিবার। এই সেই নিয়তির অমোঘ টান, যে টানে মাতাল বনেছিলেন এককালের ফার্ডিনান্ড মেজেলিন, ফ্রান্সিস ড্রেক, মার্কো পোলো কিংবা ফ্যান্টাসির রবিনসন ক্রুসো, অ্যালান কোয়াটারমেইনরা! মাতৃগ্রহকে ভীষণ ভালোবাসি, তাই আমি আমার সারাজীবনের সকল দুঃখের বিনিময়মুল্যেও চাইনা তার কোনো ক্ষতি করতে। যদিও আমি জানি, আমার সমাজ, একবিংশ শতাব্দীর আধুনিক মানবজাতি তার কি করুন অবস্থাই না করেছে এবং করে চলেছে! কত কত বুলিই না তারা ছেড়ে চলেছে পৃথিবীকে বাচানোর, এবং কতই না হাস্যকর তাদের কন্ট্রাডিক্টরি লাইফস্টাইল! তাই আমি আমার চলাচল, বিশ্ববিদ্যালয়ে যাওয়া, বিকেলের আউটিং,বাজারে যাওয়া, ঈদে বাড়ি যাওয়া, দূরে কোথাও হারিয়ে যেতে, সর্বোপরি আমার জন্য যে বাহনটা বেছে নিয়ছি,তা কখনো ফসিল ফুয়েল পোড়ায় না, কারন আমার দেহের চর্বি তার জন্য যথেস্ট। আমার বাহন বায়ুমণ্ডলে বিচরন করতে থাকা ট্রিলিয়ন ট্রিলিয়ন অযাচিত শব্দতরঙ্গের সাথে যোগ করেনা সামান্য আর একটুও কম্পাংক, কারন তার কোনো হর্নের প্রয়োজন হয়না! আমার বাহন যানজট সৃষ্টি করেনা, কারন সে ১ মিটার জায়গা নিয়ে আমাকে সহ ঢাকার রাস্তায় জায়গা করে দেয়। ঘন্টায় ১০ মাইল বেগের একটা বাইসাইকেল আমার বাহন। ভীষণ ভালোওবাসি ওই বাহনটাকে। বিজয় স্মরনীর সিগন্যালে মে’র কাঠফাটা রোদের মাঝে আমি নির্বিকার দাঁড়িয়ে থেকে তার দিকে তাকিয়ে থাকি, দিব্যচোখে ভেসে বেড়ায় তখন, কতকিছু দেখেছি আমরা একসাথে! আমি নিজেকে কথা দিয়েছি, কোনোদিন যদি ফসিল ফুয়েল পোড়াই, সমপরিমান অক্সিজেন আমি তৈরি করার ব্যাবস্থা করে দেবো ধরনীকে! আমার ধীরগতির বাহনটাকে নিয়ে নিকট অতীতে ছুটে বেড়িয়েছি দেশের আনাচে কানাচে। বাংলার গ্রামে, গঞ্জে, ঘাটে, বন্দরে, বন, পাহাড় সমুদ্রে কতশত দুরন্ত স্মৃতি আমার, তা আমি কোনোদিনই ঠিক ভালোভাবে প্রকাশ করতে পারিনা। ভাবনাগুলো কেমন দিগ্বিদিক হারিয়ে যায়! শখের জিনিস দিয়ে প্রিয় সাইকেলটা সাজাতাম, আর পরিকল্পনা করতাম সীমানা বড় করবার! অনেক চেস্টা এবং গলগধর্ম হবার পরে আমি উপলব্ধি করেছিলাম সত্যটা। পর্যাপ্ত ইকুয়্যিপমেন্ট, কনভেনিয়েন্ট ইলেক্ট্রনিক্স, আর সরাইমালিককে টাকা দিয়ে রাত্রিযাপনের গোছানো আউটিং এর জন্য অপেক্ষা করলে আমার জীবনের ২৪ তম বছর আর কোনোদিন ফিরে পাবোনা। অদম্য যে প্রাণশক্তি নিজের ভিতরে বোধ করি, তার সঠিক ব্যাবহার করতে হলে আর চুপ করে বসে থাকতে পারবোনা বিধায়, গত আগস্টে গাটছাড়া নিয়ে প্রথমবারের মত আন্তর্জাতিক সীমানা পার করেছিলাম আমি, যেটা ছিলো বাংলাদেশের সিলেট জেলার তামাবিল এবং ভারতের পুর্ব জৈন্তা হিল জেলার ডাউকি। খুব সীমিত পরিমানের সংস্থান, এবং শখের তাবুটা নিয়ে গিয়েছিলাম। আর ছিলো ভীষণ আত্মবিশ্বাস। প্রথমদিনই ভীষণ এক ধাক্কা দিয়ে তা আরো উপরে চড়িয়ে দিয়েছিলো পাহাড়ি নদীর মত ছটফটে একজন খাসিয়া তরুনী। ওর কাছ থেকে কিছু ক্যান্ডি কিনেছিলাম। আট আনা রুপি দামের! চলে আসবো, তখন সামনে ঝুকে সিনেমার নায়িকাদের মত করে সে জিগ্যেস করেছিলো- “তুম কন হো? কাহা যাওগে?” উত্তরে আমি বলেছিলাম নাগাল্যান্ডের কথা। কি সুন্দর করে যে হেসেছিলো! ও কিন্তু আমাকে পাগল বলেনি। খুব কায়দা করে শুভকামনা জানিয়ে দিয়েছিলো। তখনই ঠিক করে ফেলেছিলাম, ফেরত যাবার সময় ওকে ছোট্ট একতোড়া রজনীগন্ধা দিয়ে যাবো! প্রথম তিনদিন যাবত আব্বু আম্মুর সাথে কথা বলতে পারিনি! ছয় ঘন্টার বেশী তা হয়নি আমার সারাজীবনে। তাই সেদিন সন্ধ্যায় যখন মেঘালয়-আসাম রাজ্যের সীমানাবর্তি সাফাই নামের এক উপত্যকার মাঝে ছোট্ট এক পুলিশ চেকপয়েন্টে গিয়ে ওনাদের বললাম,“আসামের হাতীর কথা অনেক শুনেছি, তাই ক্যাম্প করার সাহস নেই, আপনারা খানিকটা জায়গা দিতে পারেন কি আমাকে আপনাদের কম্পাউন্ডে?” এবং এর জবাবে তারা ভীষণ আন্তরিকভাবে আমাকে একটা আস্ত সুন্দর ছিমছাম কামরার ব্যাবস্থা করে দিয়ে বললেন সন্ধ্যার পরে সবকিছু বন্ধ হয়ে যায়, তবে আমাদের এখান থেকে দু’শ গজ দক্ষিণে একজন মহিলা তার মেয়েকে নিয়ে থাকেন, এবং তার রাধা খাবার বিক্রি করেন নিতান্ত বাধ্য ক্রেতাদের কাছে, আর আমি সত্যিই সেই মা-মেয়ের কাছ থেকে ডাল আর মুরগী দিয়ে প্রায় দুইদিন পরে ভাত খেয়ে আব্বুকে কল দিলাম, আর আব্বু চিৎকার করে উঠলো, “কে? অনিক?” - আমার হৃদয়টা ভীষণ এক প্রশান্তিতে ভরে গিয়েছিলো! প্রশান্তি এমন এক অনুভুতি,যা মেঘের আড়ালের সুর্য্যের মত এনে দেয় এক আকাশ উত্তেজনার বারুদ! ফোন রেখে আমি যখন আমার চারিদিকে তাকালাম, ম্যাচের কাঠি জ্বলে ওঠার মত ফত করে হেসে ফেললাম ! -তানভীর অনিক ভাইর ওয়াল থেকে
Kazi Manjurul KarimKazi Manjurul Karim
00
Good place to relax with family. You can organise a picnic here too. Besides the zoo trip you can enjoy a natural retreat here as the place is a beautiful getaway from the hustle of the city. It is a perfect place for schools to bring their students for self awareness about the different types of animals available in the zoo. The recent addition of Nature's Trail has swept my mind away. The department has introduced an innovative way to spend some time with nature. The trail leads you to a beautiful place, perfectly peaceful and breathtaking. The bamboo bridge over the trail gives you a local experience. I have visited Nature's Trail for three times now. I have introduced it to new people and everyone has loved this experience. If you visit the zoo don't forget to visit the Nature's Trail. And please don't litter the place as you go to explore there. Save the place from litter. Be responsible.
Allan AleyAllan Aley
80
Amazing place although small and new. This is a medium sized zoological park that offers a great combination of pure unadulterated nature with a balanced mix of local flora ,fauna. Bears, clouded leopard, owl, horn bill , macaquque, gibbon, Asian civet, wild dogs, jackals, chital, goat deer are some of the attractions. Though not part of the planned programme , It has a great corridor for butterfly lovers as well....all natural. In addition to fauna in enclosures there are wild animals in the undergrowth and dense foliage ( Pythons , barking deer and Horn bill) The local biologist and researcher Thirumalai is a fantastic person if you get an opportunity to meet. There are more additions planned such as tigers and wolves A must visit if you are in Dimapur ...a shirt distance of 20mins drive
Leander JudeLeander Jude
50
It is so good and all animals are not available because when you go for a lion or tiger than this animal are not available .when I was go this animal are not available .I think they brought this animals and you should visit this place osm place this is But the road are not good and every thing is perfect .in this zoo all things are beautiful but if you want some dry food or Pepsi than it is not available others things are available like toffee and other drinks so I think you don't take them make sure you take all thing from your home . You must visit this place if u live in Nagaland .. Happy journey Thankyou
Som SrivastavSom Srivastav
50
Different types of animals are there, winter is the best time to visit.we enjoyed it and love it.
S BAUVENS BAUVEN
40
Reviews
- Unable to get your location