Himalayas
Himalayas things to do, attractions, restaurants, events info and trip planning
Description
Ratings
Plan your stay
Posts
Manaslu Tsum Valley: A Hidden Gem for Adventure Seekers
himalayan masters5himalayan masters5
350
The Himalayas are home to a diversity of medicinal resources. Plants from the forests have been used for millennia to treat conditions ranging from simple coughs to snake bites.Different parts of the plants – root, flower, stem, leaves, and bark – are used as remedies for different ailments. For example, a bark extract from an Abies pindrow tree is used to treat coughs and bronchitis. Leaf and stem paste from an Andrachne cordifolia is used for wounds and as an antidote for snake bites. The bark of a Callicarpa arborea is used for skin ailments.Nearly a fifth of the gymnosperms, angiosperms, and pteridophytes in the Himalayas are found to have medicinal properties, and more are likely to be discovered.Most of the population in some Asian and African countries depends on medicinal plants rather than prescriptions and such.Since so many people use medicinal plants as their only source of healing in the Himalayas, the plants are an important source of income. This contributes to economic and modern industrial development both inside and outside the region.The only problem is that locals are rapidly clearing the forests on the Himalayas for wood, often illegally.about 1,300 to 2,300 m (4,300 to 7,500 ft), states Yarshater, "sclerophyllous forests are predominant with Quercus and Olea (wild olive); above that, up to a height of about 3,300 m (10,800 ft) one finds coniferous forests with Cedrus, Picea, Abies, Pinus, and junipers". The inner valleys of the Hindu Kush see little rain and have desert vegetation.On the other hand, Eastern Himalaya is home to multiple biodiversity hotspots, and 353 new species (242 plants, 16 amphibians, 16 reptiles, 14 fish, two birds, two mammals and 61+ invertebrates) have been discovered there in between 1998 and 2008, with an average of 35 new species finds every year. With Eastern Himalaya included, the entire Hindu Kush Himalaya region is home to an estimated 35,000+ species of plants and 200+ species of animals.There are many cultural and mythological aspects associated with the Himalayas. In Jainism, Mount Ashtapad of the Himalayan mountain range, is a sacred place where the first Jain Tirthankara, Rishabhdeva, attained moksha. It is believed that after Rishabhdeva attained nirvana, his son, Emperor Bharata Chakravartin, had constructed three stupas and twenty four shrines of the 24 Tirthankaras with their idols studded with precious stones over there and named it Sinhnishdha.For the Hindus, the Himalayas are personified as Himavat, king of all mountains and the father of the goddess Parvati.The Himalayas are also considered to be the father of Ganga (the personification of river Ganges).Two of the most sacred places of pilgrimage for the Hindus are the temple complex in Pashupatinath and Muktinath, also known as Saligrama because of the presence of the sacred black rocks called saligrams.The Buddhists also lay a great deal of importance on the Himalayas. Paro Taktsang is the holy place where Buddhism started in Bhutan.The Muktinath is also a place of pilgrimage for the Tibetan Buddhists. They believe that the trees in the poplar grove came from the walking sticks of eighty-four ancient Indian Buddhist magicians or mahasiddhas. They consider the saligrams to be representatives of the Tibetan serpent deity known as Gawo Jagpa.The Himalayan people's diversity shows in many different ways. It shows through their architecture, their languages, and dialects, their beliefs and rituals, as well as their clothing.The shapes and materials of the people's homes reflect their practical needs and beliefs. Another example of the diversity amongst the Himalayan peoples is that handwoven textiles display colors and patterns unique to their ethnic backgrounds. Finally, some people place great importance on jewelry. The Rai and Limbu women wear big gold earrings and nose rings to show their wealth through their jewelry.Several places in the Himalayas are of religious significance in Hinduism, Buddhism, Jainism, and Sikhism.
Padmanav SwainPadmanav Swain
360
The Himalayas is perhaps one of the oldest mountains in the world. It has the tallest peak measuring about 28,000 feet from the sea level. Many attempts have been made to scale the peak, called the Everest. The route to the Everest is full of very cold, icy ranges of mountains. Many trekkers to the Everest have met with accidents on the way and died. Snow storms which are very powerful can cover the trekkers in chilling snowfall and submerge them. They freeze them to death. It is very difficult to walk on the ice-capped paths with the bare feet. The trekkers have to wear special shoes. As it is snow all around the human eyes seeing the snow for a long time go blind. This is called snow-blindness. So the trekkers have to wear special goggles to protect themselves from the blinding glare of snow. The temperature in the upper reaches of the Himalayas may be 400 Celsius or so. So specially made clothes to withstand the freezing temperature are needed for those who scale the Himalayas. The trekkers set up tents in different places and rest there now and then. For, it is not possible to continue the journey in the Himalayas without a break. It may take several days for the trekkers to reach the Everest. Only the most physically fit scale the Everest. The glaciers which form in the Himalayas are sometimes deceptive. They are accumulations of thick snow and sometimes the deposits of snowfall or the glaciers may have formed over a crevice. When a trekker passes over it, the glacier, which is not hard enough if it is fresh, gives way sucking him into the depth. He meets with a dangerous accident or dies. Many trekkers generally tie themselves with one another by strong cords. The Sharps, hardy mountaineers, who live in the Himalayas, help as guides and as carriers of baggage to the members of the expedition to the Everest. The two persons who scaled the Everest for the first time years ago were Edmund Hillary and Tensing Norway. Thereafter there were many expeditions to the Everest, some successful and some unsuccessful. The Himalayan Institute of Mountain Climbing trains adventurous persons in trekking on the Himalayas. Mountain trekking is a very adventurous sport. It was a wonder that a foreigner whose legs were amputated and who had artificial legs scaled the Everest some time ago. He was praised by the whole world for his extraordinary spirit of adventure, self-confidence and courage
William ThokchomWilliam Thokchom
40
The Himalayan mountain range is one of the most spectacular and significant mountain systems in the world, extending across five countries: Bhutan, India, Nepal, China, and Pakistan. This vast range includes over fifty mountains exceeding 7,200 meters (23,600 ft) in elevation, including Mount Everest, the highest point on Earth. My experiences in the Himalayas have been profoundly impactful, marked by breathtaking landscapes and the rich cultures that inhabit these regions. Trekking through various parts of the Himalayas offers a chance to see diverse ecosystems, from lush valleys and forests to stark, high-altitude deserts, as well as a wide variety of wildlife. The cultural experiences are just as varied and enriching. In Nepal, treks commonly start or end in vibrant cities like Kathmandu or Pokhara, where one can explore historic temples and bustling markets. The local people, from Sherpas in Nepal to Tibetans in the Chinese side of the range, are known for their hospitality and deep spiritual traditions that are often tied to Buddhism. Physically, the challenges of hiking in the Himalayas can be intense but are rewarded with incredible views and the sense of achievement that comes from reaching high-altitude passes and viewpoints. Each region of the Himalayas offers its own unique attractions, such as the lush, green landscapes in the Indian Himalayas, the dramatic cliffs in Bhutan, and the remote, rugged terrain in the northern parts of Pakistan. Overall, visiting the Himalayas is not just about witnessing its natural beauty but also understanding and appreciating the resilience and culture of the people who live in these extreme environments. The Himalayas remain a destination that offers both awe-inspiring natural wonders and profound personal growth experiences.
Akshaya BhagavathulaAkshaya Bhagavathula
240
#কাল্পা_ভিলেজ_ #উইন্টার_এক্সপেডিশন #হিমালয়ে_হিমাচলে পৃথিবীতে অল্প যে কয়টি অত্যাশ্চর্য্য ঘটনা নিয়মিত ঘটে,তার মাঝে একটি হলো তুষারপাত বা স্নো-ফল।অকল্পনীয় সুন্দর একটা ব্যাপার বটে।বিশেষ করে আমরা যারা ভূমণ্ডলের ভৌগলিক মারপ্যাঁচের শিকার হয়ে আজীবন এর থেকে দূরে পড়ে আছি,তাদের জন্য এটা আরও বিশেষ একটি ঘটনা।আকাশ থেকে পতিত হয়েছে এমন অন্তত এক টুকরো বরফ হলেও দেখা আমার আজীবনের শখ ছিল!আল্লার অশেষ রহমতে সেই শখ যেন একটু বাড়াবাড়ি রকমেই পূরণ হয়ে গেছে।যেসব চিত্র আআর মুহুর্ত কখনো কল্পনায়ও আসেনি,বাস্তবতা তাকেও ছাড়িয়ে গেছে! বলছিলাম, এই গেলো শীতকালে আমার "বরফ দেখা " অভিযানের কথা।মধ্য জানুয়ারিতে কাশ্মীরে ছিলাম দিন দশেক।সেখানে মন প্রাণ ভরে বরফ দেখেছি,বটে।উঁচু পাহাড়গুলোর সবটাই বরফাবৃত ছিল। কিন্তু স্নোফল তেমন দেখা হয়নি।এই দশ দিনের ভেতর মাত্র দুই দিন হয়েছিল,তাও খুবই স্বল্প।আমার বন্ধুরা যেভাবে বর্ণনা করেছিলেন আমার কাছে,সে তুলনায় তা একেবারেই নস্যি।আমি কিছুটা মনখারাপ করেই ফিরে এসেছিলাম।এই শীতকালে হিমালয়ান এলাকাগুলোতে আশঙ্কাজনক হারে স্বল্প তুষারপাত হয়েছে।এ নিয়ে দেখলাম কাশ্মীরের লোকজনও বেশ চিন্তিত।কেননা,স্বাভাবিক তুষারপাত না হওয়া মানে ফল ফলাদি ও ফসলের ভাল ফলন না হওয়া।পানির স্তর নিচে নেমে গিয়ে পানির সঙ্কট তৈরী হওয়া।বরফের গ্লেসিয়ার গলে যেসব নদি নালা প্রবাহিত হয়েছে,সেগুলোর প্রবাহ ব্যাহত হওয়া,এছাড়াও আরও নানান সমস্যা আছে। সেসব কথা থাক,আপাতত। আমার তুষারপাত দেখার অতৃপ্ত ইচ্ছা আমাকে খুঁচিয়েই চলেছে।নেটের ওয়েদার ফোরকাস্টে নিয়মিত চোখ রাখছি।অবশেষে দেখা গেলো ফেব্রুয়ারীর ১১ থেকে ১৩ তারীখ,এই তিনদিন হিমালয়ের ২০০০ মিটারি এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা প্রায় আশি ভাগ।আমি তখনই মানসিকভাবে প্রস্তুতি নিতে লাগলাম।আর,ভাবছিলাম কোথায় যাওয়া যায়।কাশ্মীর থেকে ফিরেছি পনের দিনও হয়নি,তাই সেটা প্রথমেই বাদ।বাকি রইল উত্তরখন্ড আর হিমাচল।দ্যা হিমালয়ান ক্লাব নামে একটা গ্রুপ আছে ফেইসবুকে।সেখানে রিকমেন্ডেশন চাইলাম। সবচে বেশি যে নামগুলো পেয়েছি,সেগুলো হলো:-মানালি,পার্বতী,নারকুন্ডা,সাংলা,চিতকুল,কাল্পা,স্পিতি ইত্যাদী।এর মাঝে চিতকুলের একজনের সাথে বিস্তারিত আলাপ হলো।এবং সে মোতাবেক সিদ্ধান্ত নিয়েছি চিতকুল যাবো,তা না হলে আরেকটু সামনে গিয়ে কাল্পা ভিলেজ। এগারো তারিখের আগে আগেই পৌঁছানো যায়,এমন সময়ে আমি রওয়ানা করেছি।শিমলা থেকে ভোর চারটায় রিকংপিওগামি বাসে চড়ে বসলাম।এটা হিমাচলের কিন্নৌর জেলায় অবস্থিত।বিশাল,অতিকায় দানবীয় হিমালয়ান পাহাড় আর জঙ্গলের পেট চিরে একটানা দুপুর পর্যন্ত বাস চললো।দুপুর আড়াইটায় রাকচাম নামক একটি নির্জন জায়গায় নেমে পড়লাম।চারপাশে বিশাল পাথুরে পাহাড়।মাঝখানে সবুজ পানির নদী। এর উপর অত্যাধুনিক একটি পাওয়ার হাউজ।এই রাকচাম থেকে আরও বিশ কিলোমিটার ভেতরে,এবং আরও তিনহাজার ফিট উপরে একটি গ্রাম অবস্থিত, তার নাম চিৎকুল।ভারতের সর্বশেষ গ্রাম।এরপর থেকে তিব্বত শুরু।রাকচাম থেকে লোকাল বাস যায়।আমি সেগুলোর অপেক্ষায় বসে আছি।কিছুক্ষণ পর একজন এসে জানালো,চিতকুলের শেষ বাসটি আরও ঘন্টা খানেক আগেই চলে গেছে।এখন আর সেখানে যাওয়ার কোন উপায় নেই।বেশ হতাশ হলাম।আমার দ্বিতীয় গন্তব্য ঠিক করাই ছিল,কাল্পা।সেখানে যাওয়ার চেষ্টা শুরু করলাম।এবং খুব সহজে তা পেয়েও গেলাম।রাকচাম থেকে বাসে রিকংপিও,সেখান থেকে আরও এক বাসে কাল্পা।সহজ রাস্তা। আমি যখন কাল্পায় পৌঁছাই,তখন বিকেল হয়ে এসেছে প্রায়।প্রচন্ড শীত।আবহাওয়া কেমন নিথর আর থমথমে।আকাশে ঘন হয়ে মেঘ জমছে।বাতাস বন্ধ।চারদিকে অদ্ভূত শুনশান নিরবতা।গ্রামটা সমূদ্র পৃষ্ঠ থেকে বারো হাজার ফিট উপরে অবস্থিত।একদম মুখের সামনে যে দৈত্যটি দাঁড়িয়ে আছে, তার নাম কিন্নর কৈলাস।বাইশ হাজার ফিট উঁচু।আগাগোড়া শ্বেতশুভ্র বরফে আবৃত।একদম গায়ে গা লাগিয়ে আরেকটি দৈত্য দাঁড়িয়ে আছে,তার নাম মনে নাই।হিন্দু ও কিন্নৌরি বৌদ্ধ,উভয়ের কাছেই এটা পবিত্র পাহাড়,তীর্থস্থান। বাস থেকে নেমে এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলাম।অদ্ভূত ব্যাপার।একটা মানুষও চোখে পড়ছেনা কোথাও।চারদিকে পত্র পল্লবহীন আপেলের বাগান।পাহাড়ের ঢালুতে,চূড়ায়,পেটে,সবখানে আপেলের বাগান।খানিকটা নিচে তাকালে ঘরবাড়ি দেখা যায় বটে,তবে জনমানবহীন।দু তলা তিন তলা বেশকিছু বিল্ডিং আছে,অমুক তমুক হোটেল নামে।আমি প্রতিটি হোটেলের দরোজা পর্যন্ত হেঁটে গিয়েছি,এবং নিরাশ হয়ে ফিরে এসেছি।একটা হোটেলও খোলা নেই।বিশাল বিশাল তালা ঝুলানো সবক'টায়।একানন্ত নিরাশ হয়ে আপেল বাগানের পাশে স্বচ্ছ একটি নালার পাশে বসে আছি।এ কোন ভুতুড়ে এলাকায় এসে পড়লাম রে বাবা! একেতো আমি সম্পূর্ণ একা, নি:ষঙ্গ এক পরিব্রাজক, অপরদিকে মাথাগুঁজার ঠাঁই পাবো কিনা কোথাও,তার নাই কোন নিশ্চয়তা! অবশ্য পরিবেশ পরিস্থিতি সবমিলিয়ে ব্যাপরাটা বেশ রোমাঞ্চকরও লাগছিল! আকুল হয়ে ভাবছি,এখন আমার কী উপায় হবে,কোথায় থাকবো,কোথায় খাবো? তখন সহসা এক লোকের আবির্ভাব ঘটলো।বাগানে কাজ করতে এসেছেন।তিনি আমার অবস্থা শুনে বললেন,এই ভয়াবহ শীতকালে জ্বীন ভূতওত এখানে বেড়াতে আসেনা,আপনি
BD Tanzim YousufBD Tanzim Yousuf
90
For thousands of years the Himalayas have held a profound significance for the peoples of South Asia, as their literature, mythologies, and religions reflect. Since ancient times the vast glaciated heights have attracted the attention of the pilgrim mountaineers of India, who coined the Sanskrit name Himalaya—from hima (“snow”) and alaya (“abode”)—for that great mountain system. In contemporary times the Himalayas have offered the greatest attraction and the greatest challenge to mountaineers throughout the world. The Himalayan range has many of the Earth's highest peaks, including the highest, Mount Everest. The Himalayas include over fifty mountains exceeding 7,200 metres (23,600 ft) in elevation, including ten of the fourteen 8,000-metre peaks. By contrast, the highest peak outside Asia (Aconcagua, in the Andes) is 6,961 metres (22,838 ft) tall.
Sanjay JaiswalSanjay Jaiswal
50