কোরিয়াতে যতগুলো শহর আছে তার প্রত্যেকেরই একজন করে নগরপিতা আছে। আমি শতভাগ নিশ্চিত যে, এই সব নগরপিতাদের মধ্যে খুবই সংগোপনে প্রচন্ড একটা প্রতিযোগিতা চলে। কে কার শহরে কত বেশি বিনোদনকেন্দ্র তৈরি করতে পারে এবং পর্যটকদের আকর্ষণ করতে পারে। প্রায় প্রত্যেক শহরেরই রয়েছে আলাদা আলাদা ওয়েবসাইট, পার্সোনাল ব্লগ এবং ফেসবুক পেজ। সেখানে নিয়মিত আপডেট থাকে এই শহরে কোথায় কোথায় পর্যটন কেন্দ্র রয়েছে। কিভাবে যোগাযোগ করতে হবে এবং কিভাবে যেতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য সহ। কোরিয়ানরাও উপস্থিত হয়ে সুন্দর সুন্দর ছবি তুলে বিভিন্ন তথ্য-উপাত্ত সহ সুন্দর সুন্দর রিভিউ লিখে পোস্ট করে থাকে। তাই খুব সহজে শহরের দূরে অদূরে থাকা সব পর্যটন কেন্দ্রগুলো জনগণের সামনে খুব সহজেই প্রদর্শিত হয়ে থাকে। নগরপিতারা শুধু পর্যটনকেন্দ্র বানিয়ে ক্ষান্ত হয় না বরং সেটাকে প্রতিবছরে প্রতি মৌসুমে এমনকি প্রতিনিয়ত নতুনভাবে সাজানোরও ব্যবস্থা করে। তাই একবার পর্যটক একবার দর্শন করে আসলেও তাকে আবারও সে জায়গাটা আকর্ষণ করে। আজকের এ পর্বে থাকছে 경기도 প্রদেশের 안성 শহরের 안성맞춤랜드পার্কের কথা। 안성맞춤랜드 (Ansaeng Custom Land Park), ২০১২ সালে প্রায় ৩ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এই পার্কটি। এখানে রয়েছে 남사당 공연장 নামক কনসার্ট হল। যেখানে আন্তর্জাতিক মানের অলিম্পিক নাচ গুলো আয়োজন করা হয়ে থাকে এবং সেই সাথে কোরিয়ার ঐতিহ্যবাহী সংস্কৃতির নাচ গুলো অনুষ্ঠিত হয়ে থাকে। রয়েছে মিউজিয়াম, যেখানে পূর্বপুরুষদের পিতল ধাতুর ব্যবহার সম্পর্কে বিশেষ ইতিহাস সংরক্ষিত রয়েছে। এছাড়াও কৃষি এবং উদ্ভিদবিদ্যার গবেষণা ও পরিচর্যা কেন্দ্র রয়েছে। এখানে একটি টানেলের মতো রাস্তা রয়েছে যেখান দিয়ে হাঁটলে মনের মনোবাসনা পূর্ণ হয়, এমন ধারণা করা হয়। ফুলের বাগান, পাহাড়ি গাছ এবং ছোটখাটো ফরেস্ট এরিয়া সহ খেলাধুলার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থাও রয়েছে। তবে এখানে সবচেয়ে দেখার মতন সুন্দর জায়গা হল, ওয়াটার সাইড পার্ক। একটি জলাশয়ের মধ্যে সুন্দর আকৃতির কাঠের রাস্তা বানিয়ে পদ্ম ফুলের বাগান বানানো হয়েছে। পানির ফোয়ারা আর বিভিন্ন প্রকার মাছের মিলনে অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক স্থান গড়ে তোলা হয়েছে। ঠিকানা ও যেভাবে যাবেন। 4726-15, Seodong-daero, Anseong-si, Gyeonggi-do. 경기도 안성시 대덕면 서동대로 4726-15 Take a bus from Seoul Express Bus Terminal or Nambu Bus Terminal to Anseong Bus Terminal. Take a bus from Anseong Bus Terminal to Chungang Univ. Bus Stop. Bus No. 1, 50-9, 70, 370, 8146, 8153,...
Read moreI've visited here three times. It's a huge park and there's plenty of parking lot. Most of all, it's free of charge. You just bring some food and blankets for picnic. If you have nothing, you can have a meal in some cafeteria and restaurants. I absolutely love this place. I want a lot of people to know about this lovely park. Also, you can enjoy the 4 season sliding and watching korean traditional show(Samulnori). It's not that fancy like Central Park in New York, but you might be full of joy in this...
Read moreA lovely park to be able to enjoy much. Parking spaces are huge and free of charge. Toilet facilities are all around the park. There is no supermarket in the park. You should bring your own foods or drinks. However you could get those things from near by convenience stores around...
Read more