FOOD LOFT, KERANIGANJ কিছুদিন আগে একটি কাজের জন্য কেরানীগঞ্জে যাও হয়। সেখান থেকে আসার পথে বাবু ব্রিজে উঠার মুখেই দেখলাম একটি নতুন ফুড কোর্ট, নাম Food Loft. ভাবলাম একটু ঘুরে দেখে আসা যাক।
তো যেই ভাবা, সেই কাজ। নিচে শপিং মল, তার উপরে গেমিং জোন, তার উপরে ফুড কোর্ট আর সিনেমা হল, এক ছাদের নিচে আছে বিনোদনের জন্য সবকিছুই।
ইন্ডিয়ান, জাপানিজ, ইটালিয়ান সহ বেশ কয়েক কুজিনের স্টল আছে ফুড কোর্টে। মোট স্টল সংখ্যা ছিল ৭/৮ টির মতন। আমি এবং আমার বন্ধুরা মিলে ফুড কোর্টের STREET OVEN থেকে ২ টি ফ্যামিলি সাইজ পিজ্জা অর্ডার করি, Creamy Melt Pizza (৭২০ টাকা) Butter Chicken। Pizza (৭০০ টাকা) আমাদের সবার কাছে Creamy melt pizza টি মোটামুটি লেগেছে, avarage taste. পনিরের একটা স্মেল ছিল যেটক সবার ভালো না ও লাগতে পারে। কিন্তু butter chicken pizza টি বেশ ভালো ছিল, ওরা যে সস দিয়েছিলো, তা দিয়ে বেশ মজা লাগছিল পিজ্জার সাথে।
এরপর Juice World এর স্টল থেকে strawberry shake with boba নিয়েছিলাম। এটার টেস্ট ভালোই ছিল। ওদের কফিটাও মজা ছিল।
ওপরে খেয়ে আমরা সবাই নিচের তলায় গেমিং জোনে গেলাম, অখানে প্রতিটি গেইম খেলতে ৪০/৬০ টাকা করে লাগছিল। গেইমগুলি মজার ছিল, বাস্কেটবল থেকে শুরু করে বিভিন্ন কার গেইম, সবই ছিল। আমার কাছে price worthy মনে হয়েছে।
সব মিলিয়ে কেউ কেরানীগঞ্জ এর দিকে থাকলে একবার হলেও এই জায়গাটি এক্সপ্লোর করার জন্য বলবো, it Won't disappoint you at all, I...
Read moreFood was great but price was high. Today we tried Corn Dog which cost us 189Taka. It was not worth that amount. But taste was good.
We also take meat Bowl, its taste was good and price was fare enough.
Their serving time was very late. They should...
Read moreThe meal was a complete letdown—bland, poorly seasoned, and utterly forgettable. The broth had no depth, and the fish ball was oddly firm, tasting more like a wheat ball than "fish balls". Nothing stood out, except the disappointment. Not...
Read more