নতুন রাধুনি আসাতে খাবারের মান ভালো হয়েছে,খাবারের স্বাদ খুব ভালো,রেস্তোরাঁর ভিতরের এনভায়রনমেন্ট মোটামুটি মানের,ছবি তোলার মতো কিছু সুন্দর জায়গাও আছে...!!তাদের স্পেশাল কাচ্চিবিরিয়ানি খুব স্বাদের,পরিমান অনেক বেশি মাংস ২ পিস ও ডিম, কাবাব ও বোরহানি থাকে সাথে...!! শপিং শেষে ক্ষুদা লাগছিল,কি খাব ভাবতাছিলাম পরে পাশেই দেখি পাঁচফোড়ন...!!!চলে গেলাম সেইখানে।পিজ্জাগুলা খেয়ে ভালই লাগছিল।
টপিংস দিয়ে ভরপুর,যেমন চিজি ওই রকম মিট ও সসেস দিয়ে ভরপুর। খেতে অনেক বেশি মজার ছিল,।মাত্র ২৮০ টাকায় Chicken Chess Pizza 8" আর মাত্র ১৫০ টাকা দিয়ে Chicken Pasta খেয়েছিলাম।দারুন একটা সময় কাটলো।পাঁচফোড়নের পরিবেশ খুবই মনোমুগ্ধকর,স্টাফদের ব্যবহারও ভালো...!! মেম্বারশিপ কার্ডের উদ্যোগটা ভালো ছিল,খাবারের মান ভালো দেখে আমিও মেম্বার হয়েছি...!! 🤍পাঁচফোড়ন স্পেশাল ফুচকা 🤍 ★ফুচকা ছিল ৯ টি...!! ★ফুচকা গুলো খুবই মুচমুচে ছিল...!! ★ফুচকার টকটা ছিল মিষ্টি,তাদের কম্পিটিটারদের তুলনায় ঘন ছিল এবং স্বাস্থ্য সম্মত...!! ★ফুচকার ভিতরের আলু খুব মিহীন ছিল,আর ডাবলি মটর গুলো খুব ভালো সিদ্ব হয়েছিল,এবং মসলার পরিমাণ যা ছিল তা ফুচকার স্বাদ অনেক বারিয়ে দিয়েছিল...!! ★ফুচকায় টক ঝাল মিষ্টির পরিমাণ ঠিকঠাক ছিল,তবে ঝাল ও মিষ্টি পছন্দের জন্য পারফেক্ট পাঁচফোড়নের স্পেশাল ফুচকা...!! ★ফুচকা অন্যদের তুলনায় ভিন্ন হবার কারণ ফুচকার উপরে দেওয়া ঝাল ও মিষ্টি মুচমুচে উপদানগুলো এবং ফুচকার ভিন্ন স্বাদ...!! আজকে স্পেশাল চাপ লুচি ও নিয়েছিলাম ভালো ছিল...!!মাংসের পরিমান অনেক ভালো ছিল ও মাংস খুবই নরম ছিল,একদম পারফেক্ট...!!আর লুচিগুলো খুব সফট...
Read moreNicely decorated place. Overall Food items was good. I’ve eaten their food several times and every times it was okay for me. Not so bad or not soo good but it’s okay. They may improve their chicken grilled. And their chicken fried was good to me. It was crispy outer part and juicy inside. They have backup generator system for electricity but when I’ve visit last time it was...
Read moreNicely decorated place. Overall Food items was good. I’ve eaten their food several times and every times it was okay for me. Not so bad or not soo good but it’s okay. They may improve their chicken grilled. And their chicken fried was good to me. It was crispy outer part and juicy inside. They have backup generator system for electricity but when I’ve visit last time it was...
Read more