화성시민 이며 다자녀 (19세미만자녀 2인이상) 시 증빙, 경기D (경기도 앱) 과 신분증 을 제시하면
장점 : 무료 ! 로 이용이가능하다 이곳은 작지만 커피숍이 있다. 식물원은 생각보다 부지가 크고 아이들과 부모가 함께 휴식을 취하기가 좋다. 다양한 식물들이 있다. 날씨가 좋으면 "책" 한권씩 가지고 가도록하자 여름, 가을에는 모기약 챙겨갈것
마땅한 일정이 없으면 아주 원픽
Nếu bạn là công dân Hwaseong và xuất trình chứng minh thư, ứng dụng Gyeonggi D (ứng dụng Gyeonggi-do) và chứng minh thư của bạn.
Ưu điểm: có thể sử dụng miễn phí Nơi này tuy nhỏ nhưng có quán cà phê. Vườn bách thảo có diện tích lớn hơn tưởng tượng, trẻ em và bố mẹ nên nghỉ ngơi cùng nhau. Có nhiều loại thực vật khác nhau. Nếu thời tiết đẹp thì mỗi người hãy mang theo một cuốn "sách" nhé. Nhớ mang theo thuốc chống muỗi vào mùa hè và mùa thu nha
Nếu không có lịch trình phù hợp thì chọn 1 người thôi
華城市民であり、多子女(19歳未満の子供2人以上)の場合、証憑、京畿D(京畿道アプリ)と身分証明書を提示すると
長所: 無料!で利用が可能である ここは小さいがコーヒーショップがある。 植物園は思ったより敷地が大きく、子供たちと親が一緒に休息を取るのに良い。 多様な植物がある。 天気が良ければ「本」一冊ずつ持って行こう 夏、秋には虫除け剤を持っていくこと
適当な日程がなければとてもワンピック
If you are a citizen of Hwaseong and present proof of multiple children (more than two children under the age of 19), Gyeonggi D (Gyeonggi-do App) and ID
Advantages: Free! Available for free This place is small, but there is a coffee shop. The botanical garden is larger than expected and it is good for children and parents to relax together. There are various plants. If the weather is nice, let's take a "book" with us Take mosquito repellent in summer and autumn
If you don't have a specific schedule, it's...
Read more우리꽃식물원 (Our Flower Botanical Garden), আপনি যদি গুগলকে জিজ্ঞেস করেন, 경기도 প্রদেশের 화성시 শহরের দর্শনীয় স্থান গুলো কি কি? তাহলে প্রথম ১ থেকে ৩ এর মধ্যেই এই স্থানটির নাম আপনার সামনে আসবে।
এটি 향남읍 উপজেলার 발안 এর খুব কাছে 팔탄면 এলাকার 매곡리 গ্রামে অবস্থিত।
বাগানের নাম অনুসারে প্রকৃতপক্ষেই বছরের ৪ ঋতুতেই সবসময়ই কোন না কোন ফুলের চাষ, প্রদর্শনী এবং মেলার আয়োজন করা হয়ে থাকেই। করোনাকালীন সময়ে দুই মাস বন্ধ থাকলেও শর্তসাপেক্ষে বর্তমানে খোলা রাখা হয়েছে।
প্রথমে ঢুকতেই রয়েছে কাঁচে ঘেরা গ্রীন হাউজ। এখানে রয়েছে কোরিয়ার বিখ্যাত ৬ টি ন্যাশনাল পার্কের মডেল এবং দেশী-বিদেশী বিলুপ্ত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও গাছের সমাহার।
একপাশে ঝোপ ঝাড় জঙ্গল বিশিষ্ট ছোট্ট একটি পাহাড়। মাঝখানে রয়েছে ছোট্ট একটি জলাশয়। সেখানে প্রচুর মৎস্যও রয়েছে।
ছোটদের খেলার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। প্রতিটা রাইড বিভিন্ন ফুল দিয়ে সাজানো। ফুল দিয়েই বানানো হয়েছে অনেক ধরনের ভাস্কর্য।
এই স্থানে বিশেষ অনেক অংশ বিভিন্ন নাটক সিনেমাতেও ব্যবহৃত হয়েছে।
সময় পেলে অবশ্যই এখানে একবার ঘুরে যাওয়া দরকার। প্রবেশ মূল্য ৩ হাজার উয়ন। সময়: সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
ঠিকানা ও যেভাবে যাবেন: 777-1 3.1manse-ro, Paltan-myeon, Hwaseong-si
Take the bus 9802 from Suwon Station Byeongjeom Station: Take the bus 34,34-1 and transfer to 9801, 9802, 8155 at Bongdam and get off at Haechang 1-ri/Wori Flower Botanical Garden Sadang...
Read moreA really beautiful place to explore. The children we were with had a fantastic time running across the open green spaces, and the adults enjoyed the scenery and fresh atmosphere. It helps that we visited in a clear day, but still! I plan to go back whenever I have visitors who enjoy...
Read more