দীর্ঘ বিরতির পর 'দামেস্কের কান্না' লিখা শুরু করলাম।
দামেস্ক কাঁদছে। অঝোরে কাঁদছে। কান্না থামছেই না। তবে কাঁদছে না শুধু অলিভ গাছগুলো। অলিভ গাছগুলো নিস্তব্ধ দাড়িঁয়ে আছে। প্রিয়জন হারালে মানুষ কাঁদতে পারেনা। অধিক শোকে পাথর হয়ে যায়। ফ্যালফ্যাল করে শিশুর মতন তাকিয়ে থাকে। তেমনি অধিক শোকে অলিভ গাছগুলো পাথর হয়ে গেছে। অলিভ গাছের সবুজ পাতাগুলো আর সবুজ নেই। লালচে বর্ণ ধারণ করেছে। কি হলো অলিভ গাছের? কি হলো সবুজ পাতার? কেন চিরচেনা পাতাগুলো আজ রূপ পাল্টেছে? মানুষ নাকি রূপ পরিবর্তন করে। সময়ের সাথে মানুষ তার খোলস পাল্টে ফেলে। অসময়ে কাছের মানুষগুলো কে আর চেনা যায়না। অলিভ গাছও কি মানুষের মতন? দামেস্কের আকাশে শকুন দেখে, নিজেকে বদলে ফেলেছে!! নাকি অন্য কিছু? নাকি সদ্য ভূমিষ্ঠ শিশুটির রক্তের ছিটা লেগেছে অলিভ গাছে? যার নাভীটি এখনো মায়ের নাড়ী হতে বিচ্ছিন্ন করা হয়নি। তার আগেই মর্টার শেলের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে। সমীকরণ মেলাতে পারেনা মানবাধিকার কর্মী ও সাংবাদিক মারইয়াম বিনতে ইউসুফ। অবাক লাগে তার!
ইদলিব ইউনিভার্সিটি থেকে সদ্য পাশ করে যোগ দিয়েছে বিবিসি তে। বিনোদন পাতার ফটো সাংবাদিক হওয়ার নেশা ছিল তার। কিন্তু কপাল দোষে ক্রাইম রিপোর্ট করতে হচ্ছে। এখন যুদ্ধের খবর কভার করতে হচ্ছে। সরাসরি ব্যাটল ফিল্ডেও যেতে হয়। প্রথমদিকে একটু ভয় করতো মারইয়ামের। কিন্তু এখন আর ভয় করেনা। বাবার হাতে কন্যার লাশ, যুবক ছেলের কাঁধে বাবার লাশ, মায়ের রক্তাক্ত নিথর দেহ সয়ে গেছে তার। সয়ে গেছে বৃদ্ধের মৃত্যু কিংবা তরুণের অকাল প্রয়াণ। কি আশ্চর্য মাত্র চারমাসেই এতটা সাহসী হয়ে উঠলো মারইয়াম। সামান্য মুরগি জবাই যার সইতো না, সে এখন জলজ্যান্ত মানুষের মাথাকাটার দৃশ্য ধারণ করে।
ক্রিং ক্রিং ফোন বেজে উঠলো মারইয়াম ইউসুফের। মোবাইল ফোনে ক্রিং ক্রিং রিংটোন হয়না। মারইয়াম ক্রিং ক্রিং শব্দ ডাউনলোড করে মোবাইলের রিংটোন সেট করেছে। মোবাইলের রিংটোন তার ভাল লাগেনা। সেকেলে টেলিফোনের ক্রিংক্রিং শব্দের মধ্যে একটা পুরনো দিনের আমেজ আছে। পুরনো দিনের সবকিছুই তার ভাল লাগে। শোবার ঘরেও সে আলাদিনের আশ্চর্য...
Read morehonestly, this is the best park in Damascus. I love the atmosphere and the type of people they go there are very friendly. you get to play wiht many dogs since people can bring their pets there and it is a great choice if you wanna go for a morning walk. also, you have many coffee shops for take-aways so you can enjoy lots of snacks and drinks options at any...
Read moreIt might not seem great for foreigners, but it is one of the top 5 parks in Damascus, and definitely the best parks close to the city center. Established somewhere around 1950s, it was one of the first parks in the newly established European Style neighborhood of...
Read more