기흥 호수공원 (Giheung Lake Park) অনেকেই আবার একে 신갈 저수지 (Singal Reservoir) হিসেবেও চিনে।
ইয়ংইন শহরে বর্তমানে বেশ অনেকগুলো পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। কিন্তু প্রাচীন পর্যটন কেন্দ্রের এটি তৃতীয় নাম্বারে অবস্থান করছে। এটি ১৯৬৪ সালে ২.৫৮ বর্গ কিলোমিটার আয়তনে নির্মাণ করা হয়েছিল।
একপাশে 매미산 পর্বতের প্রাকৃতিক দৃশ্য, আরেক পাশে শহরের উঁচু উঁচু ভবনের দৃশ্য, মাঝখানে টলটলে পানি, ঝলমলে পরিবেশ। চা কফি পান করার সুন্দর সুন্দর হোটেল এবং বিশ্রাম নেওয়ার জন্য নয়নাভিরাম স্থান। সব মিলিয়ে মহাসুন্দর একটি পরিবেশ।
এর পাশেই রয়েছে রোউং স্টেডিয়াম। যা ফুটবল প্রেমীদের জন্য খুবই বিখ্যাত একটি স্থান।
বর্তমানে যদি কেউ এখানে যায় তবে এর সৌন্দর্য হয়তো উপভোগ করা সম্ভব হবে না কারণ এখন কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে এবং সিকিউরিটি পারপাসে কিছু রাস্তা ব্লক করা রয়েছে। অচিরেই যখন একটি উন্মুক্ত হবে তখন আশা করা যায় নতুন নতুন অনেক ধরনের এক্সপেরিয়েন্স এড করা হবে।
আসল কথা হইলো, এখানে মানুষ আসে হাঁটার জন্য। এই লেকের চারিপাশ দিয়ে গড়ে তোলা হয়েছে 둘레길 (Circumstance Road) যার দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। সন্ধ্যার পর এ রাস্তাগুলোতে লাইট জ্বলে উঠলে অন্যরকম এক রোমান্টিক সন্ধ্যা নেমে আসে।
আমরা অবশ্য প্রায় ৪ কিলোমিটার ব্রিজের উপর দিয়ে হেঁটে ছিলাম। সাথে ছিল শামীম ভাই এবং গোলজার ভাই।
ঠিকানা ও যেভাবে যাবেন: 140-3 Hagal-dong, Giheung-gu, Yongin-si, Gyeonggi-do
분당선 লাইনের 상갈역 স্টেশনে...
Read moreThe Sunday I visited it was very popular among happy dog owners, and interestingly, it was also popular with a group of cyclists. Everyone was enjoying the fine sunshine and didn't seem to mind the nearby renovations that are being done to help improve the...
Read moreWaooooo🎆🎇🎊💐🙋♂️🇰🇷🎎 Very good nature with water. Kids like it so much.❣ I recommend it for all singles, couples, and families. You will enjoy alot❤ It has a free parking, clean WCs, dog garden, and a very beautiful bridge to walk over the lake and see the...
Read more