Kartalab Khan's Mosque in Old Dhaka, Bangladesh is also known as Begum Bazar Mosque. It was built in the mid-17th century by a wealthy Mughal merchant named Mirza Golam Pir, who was also known as Kartalab Khan. The mosque is located in the Begum Bazar area of Old Dhaka and is known for its beautiful terracotta ornamentation. It is a fine example of Mughal-era architecture and features traditional Mughal elements such as the three domes and arches. The mosque has a rectangular prayer hall with an open courtyard in front of it. The mosque is still in use for daily prayers and is a popular destination for visitors who are interested in the history and culture of the Mughal period in Bangladesh. It has been declared as a protected monument by the Bangladesh government, and efforts have been made to preserve its unique architectural features. The mosque, which was constructed on a tall platform known as a "tahkhana," is among the most spectacular Mughal buildings in Dhaka. A number of rectangular chambers are available for rent by store owners beneath the platform. In order to pay for the mosque's costs, a kitchen market was constructed. In 1777, the control of the market was taken over by Begum daughter of the then Naib-e-Nazim...
Read moreকরতলব খান মসজিদ পুরান ঢাকার বেগমবাজার এলাকায় অবস্থিত। ১৭০১-০৪ খ্রিস্টাব্দে দেওয়ান মুর্শিদকুলী খান ওরফে করতলব খান এটি নির্মাণ করেন। মসজিদটি ‘বেগমবাজার মসজিদ’ নামেও পরিচিত। সংযোজিত দোচালা অংশসহ মসজিদটি একটি উঁচু ভল্টেড প্ল্যাটফরমের পশ্চিমের অর্ধেক অংশ দখল করে আছে। প্ল্যাটফরমের পূর্বে রয়েছে একটি বাব বা বাউলি (ধাপকৃত কুয়া)। উত্তর-দক্ষিণে ৩৯.৬২ মি. এবং পূর্ব-পশ্চিমে ১৩.৪১ মি. প্ল্যাটফরমের উত্তর প্রান্ত খিলানাকৃতির। প্ল্যাটফরমের খিলানাকৃতির অংশটির মাঝ বরাবর কেটে একটি সমাধির জন্য জায়গা করা হয়েছে। সারকোফেগাসে মসজিদের প্রথম ইমামের নাম উৎকীর্ণ। প্ল্যাটফরমটির নিচে সারিবদ্ধভাবে একাধিক বর্গাকার ও আয়তাকার কক্ষ বিদ্যমান। এ ছাড়া প্ল্যাটফরমের পূর্ব দিকে নতুন করে নির্মিত সিঁড়ি সংবলিত একটি খিলানপথ আছে। এ পথেই প্ল্যাটফরমের ওপর নির্মিত মসজিদে প্রবেশ করা যায়। তুলনামূলকভাবে বড় একটি বাউলি নির্মিত হয়েছিল সম্ভবত অজু করার জন্য। একটি কক্ষের মধ্য দিয়ে সিঁড়ি কয়েকটি ধাপ বেয়ে নিচে নেমে এর পানি স্তরের কাছে পৌঁছা যায়। বাইরে থেকেও পানি উত্তোলনের ব্যবস্থা আছে। মূল মসজিদ ও এর উত্তর দিকে সংযোজিত দোচালা অংশ ভল্টেড উঁচু চত্বরের পশ্চিমাংশের অর্ধেক জায়গা দখল করে আছে। বাকি অংশটি আগে খালি থাকলেও বর্তমানে এখানে একটি পাকা বারান্দা আছে। প্রবেশের জন্য পূর্ব দিকে পাঁচটি খিলানপথ রয়েছে। প্রতিটি খিলানই অর্ধ-গম্বুজ ছাদ দ্বারা আচ্ছাদিত। পাশে রয়েছে সরু অষ্টভুজাকৃতির ছোট মিনার। যা প্যারাপেট ছাড়িয়ে উপরে উঠে গেছে। উত্তর ও দক্ষিণ উভয় পাশের দেয়ালের মাঝ বরাবর একটি করে দরজা আছে। পশ্চিম দেয়ালের অভ্যন্তরভাগে রয়েছে অর্ধ-অষ্টভুজাকার পাঁচটি মিহরাব কুলঙ্গি। পাশে ছোট বুরুজসহ সবই সম্মুখভাগে অভিক্ষিপ্ত। কেন্দ্রীয় মিহরাবের পাশে একটি তিন ধাপ বিশিষ্ট পাকা মিম্বার আছে। প্রত্যেকটি বে গম্বুজ দ্বারা আচ্ছাদিত। গম্বুজগুলো অষ্টভুজাকার ড্রামের ওপর স্থাপিত। পদ্ম ও কলস চূড়ায় শোভিত। গম্বুজের ভার বহনে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা ঢাকার লালবাগ দুর্গ মসজিদ ও সাত গম্বুজ মসজিদে ব্যবহৃত কৌশলের অনুরূপ। চার কোণের চারটি অষ্টভুজাকার কলস ভিত্তি শোভিত কর্নার টাওয়ার অনুভৌমিক প্যারাপেটকে ছাড়িয়ে উপরে উঠে গেছে। কর্নার টাওয়ারগুলো নতুন করে নির্মিত ছোট গম্বুজসহ বদ্ধ ছত্রী এবং পদ্ম ও কলস শোভিত শীর্ষচূড়ায় দ্বারা আচ্ছাদিত। সব টাওয়ারেরই ডান ও বাম উভয় পাশে সংযোজিত হয়েছে সরু মিনার যা প্যারাপেট থেকে উঁচু এবং ছোট গম্বুজ ও কলস ফিনিয়াল দ্বারা আচ্ছাদিত। মসজিদের উত্তর পাশের আয়তাকার সম্প্রসারিত অংশটি বাঙালি দোচালা কুঁড়েঘর স্টাইলের ছাদ দ্বারা আচ্ছাদিত। যার প্রান্তগুলো অত্যন্ত বাঁকা ও ঝুলেপড়া। সম্প্রসারিত অংশটিতে দুটি বড় দরজা আছে। একটি পূর্ব দেয়ালের মাঝ বরাবর, বর্তমানে নতুন করে নির্মিত এবং অন্যটি দক্ষিণ দেয়ালের মাঝে। শেষোক্ত এ দরজা দিয়েই সম্প্রসারিত অংশের সঙ্গে মূল মসজিদ সংযোজিত। সম্প্রতি সম্প্রসারিত অংশের উত্তর দেয়ালে একটি জানালা স্থাপন করা হয়েছে। বাঁকানো ছাদটি বাইরের দিকে নিয়মিত বিরতিতে পাঁচটি কলস ফিনিয়াল দ্বারা শোভিত। এ সম্প্রসারিত অংশটিকে সমাধি সৌধ মনে করা হলেও সম্ভবত এটি ইমামের বসবাসের জন্যই প্রাথমিকভাবে নির্মিত হয়েছিল। কারণ এটি এখনো এ কাজেই ব্যবহৃত হচ্ছে। মসজিদ ভবনটির অলংকরণে এর স্থাপত্য বিষয়ের ওপর বেশি গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে প্রবেশপথগুলোর পার্শ্ববর্তী অলংকৃত ক্ষুদ্র মিনার, অভিক্ষিপ্ত মিহরাব, ছত্রী, ছোট গম্বুজ এবং পদ্ম ও কলস শোভিত ফিনিয়াল। প্রবেশপথ ও মিহরাবগুলো ফ্রেমের মধ্যে স্থাপিত এবং এদের শীর্ষ মেরলোন শোভিত। প্যারাপেট ও গম্বুজ ড্রামের গায়েও আছে উন্নত মেরলন মোটিফ। গম্বুজগুলোর ভিতরের দিক পত্র নকশাকৃত এবং এদের শীর্ষবিন্দু বিশাল মেডালিয়ানের মাঝে একটি রোসেট...
Read moreKartalab Khan Masjid is a splendid specimen of Mughal architecture nestled in the bustling quarters of Old Dhaka. Erected between 1700 and 1704 by the influential Nawab Diwan Murshid Quli Khan, known as Kartalab Khan, this mosque stands as a proud emblem of the Islamic art and architectural prowess of its time. The structure is elevated on a lofty platform, crowned by five domes that break away from the conventional three-dome design prevalent during the Mughal period. The façade is marked by quintuple entrances, each bordered by slender minarets that ascend above a crenellated parapet, enhancing its stately aura. Notably, the mosque encompasses a rare ‘baoli’ or stepped well, a unique architectural element in Bangladesh, mirroring the styles found in North India or the Deccan region. This historical edifice continues to captivate visitors, serving as a beacon of heritage and a place for contemplation amidst the city’s...
Read more