🌺🌺🌺🌺 তাঁরাপীঠ 🌺🌺🌺🌺
তারাপীঠ হল মা তারার রাজ্য সেখানে মা তারার শাসন চলে। মা তারা স্বমহিমায় তারাপীঠ মন্দিরে বিরাজ করছেন। জয় দত্ত বণিক একবার বানিজ্য করে দ্বারকা নদী দিয়ে ফিরছিলেন। তখন তিনি এই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে বানিজ্যবহর নিয়ে তারাপীঠে নোঙর ফেললেন। জয় দত্ত বণিকের পুত্র তার সাথে ছিল। একজন বৃদ্ধা জয় দত্ত বণিককে প্রশ্ন করলেন—“ তোমার বানিজ্যতরীতে কী আছে?” কিন্তু উত্তরে জয় দত্ত বণিক বললেন— ”আমার জাহাজে ছাই আছে।” জয় দত্ত বণিকের জাহাজের পণ্যসামগ্রী ছাই হয়ে গেল। অন্যদিকে জয় দত্ত বণিকের পুত্র সর্পদংশনে মারা গেল। অন্যদিকে একটি কুণ্ড থেকে মাছ ধরে জয় দত্ত বণিকের লোকলস্কররা রান্না করবার তোড়জোড় করছেন। হঠাৎ কাটা মাছটি হাত ফস্কে কুণ্ডের জলে পড়ে গেল এবং আশ্চর্যজনকভাবে মাছটি জীবিত হয়ে গেল। জয় দত্ত বণিকের মৃত পুত্রকে এই কুণ্ডের জলে ফেললে সেও বেঁচে যায়। তাঁরা নাম করতে করতে জল থেকে উঠে আসেন। জয় দত্ত চিন্তা করতে থাকেন এই তারা কে? রাত্রে মা তাকে স্বপ্নাদেশ দিয়ে তার মন্দির প্রতিষ্ঠা করতে বললেন। বণিক জয় দত্ত তাই করলেন। জয় দত্ত মন্দির প্রতিষ্ঠা করলেও তখনকার তাঁরাপীঠ ঘনজঙ্গলাবৃত হওয়ার কারণে কেউ মন্দিরে আসতেন না। ফলে বর্ষাকালে দ্বারকা নদীর বন্যার জলে মন্দির ধ্বংস হয়ে যায়। তারপর বহুকাল কেটে যায় মল্লারপুর নিবাসী জগন্নাথ রায়কে মা তাঁরা স্বপ্নাদেশ দিলেন তার মন্দির প্রতিষ্ঠা করতে। তখন জগন্নাথ রায় তার বাড়ির কোণে খননকার্য চালিয়ে মোহরের ঘড়া পান। জগন্নাথ রায় মা তাঁরার মন্দির তৈরী করে দিলেন। কিন্তু সেই মন্দিরও বন্যার জলে ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে যে মন্দিরটি আছে সেটি নির্মাণ করেছিলেন নাটোরের রাণী ভবানী।
তারাপীঠের মাহাত্ম্য জগৎ জুড়ে ছড়িয়ে পড়েছিল সাধক বামাক্ষ্যাপার জন্য। সাধক বামাক্ষ্যাপাকে তারা মার বরপুত্র বলা হয়। বামদেবকে শিবাবতারও বলা হয়ে থাকে। উনিশ শতকে যেসব সাধকরা ঈশ্বরলাভ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন বামদেব। সাধক বামদেব শ্বেতশিমূল বৃক্ষতলে বসে মা তারার সাধনা করে মা তারা দর্শন লাভ করেছিলেন। বামদেবের মাহাত্ম্য এবং পাশাপাশি মা তারার মাহাত্ম্য সারা বাংলায় ছড়িয়ে পড়ে। আমরা অর্থাৎ ২২ জন বামদেবের সাধনস্থল এবং তারা মার নিবাসস্থল তারাপীঠ ও আরো কিছু দর্শনীয় স্থান ও মন্দির দেখবার উদ্দেশ্যে ২০২০ সালের ২৮ শে ফেব্রুয়ারি হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে যাত্রা শুরু করলাম। বর্ধমান হয়ে ৪ ঘন্টা পর আমরা গিয়ে পৌঁছালাম রামপুরহাট জংশনে। রামপুরহাট স্টেশন থেকে গাড়ি ধরে গিয়ে পৌঁছালাম তারাপীঠের সাবিত্রী লজে। সেখানে লাগেজ রেখে হাত পা ধুয়ে বৃহস্পতিবার অর্থাৎ যেদিন আমরা তারাপীঠ পৌঁছালাম সেইদিনই বিকালে গেলাম তারাপীঠ মন্দিরে পূজা দিতে। সৌভাগ্যবশত তখন মন্দির ছিল ফাঁকা। আমরা মা তারাকে দর্শন করলাম এবং...
Read moreThis temple is a significant pilgrimage site and is believed to be one of the 108 Shakti...
Read moreSach mi Maa shab deti hai apni bachi ko agar jo dil se mangogi . Maa ni mujhi shab deya hai our agar mujhi kishi chees ki kabhi jarurat hoti hai too mai maa se mangta hu too mere maa mujhi 100% dedeti hai . Maa apni bacho ka jaroor khyal rakhti hai shalog dil se ...
Read more