শহুরে এই ব্যাস্ততম জীবনশৈলীর মধ্যে পাইন ওঁকের প্রাচীর ঘেরা সুন্দর গ্রাম্য পরিবেশে, নিস্তব্ধ পাহাড়ি রাস্তায় ট্রেকের সময় কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলা, দিগন্ত বিস্তৃত উপত্যকায় শিলিগুড়ি থেকে সিকিমের ১৮০° হাতছানি, তিন'চারদিন সময় কাটানোর জন্য জাস্ট দারুণ। 🏠লিভিং হোপ হোমস্টের স্যাকুলেন্ট ও হাইড্রান্জিয়ায় সাজানো ব্যালকনিতে বসে গরম চায়ের চুমুক, বা সন্ধ্যেবেলার অন্ধকার নামার পর মোমো অথবা স্ন্যাক্স যেন ছুটির আমেজ কে আরও জমিয়ে তোলে। 🏘 আমাদের চারটে রুম আছে, সব রুমই ভিউ রুম। কমপক্ষে ষোলো জন অবধি থাকতে পারবেন।
🗻এনজেপি থেকে মাত্র ৭২ কিমি দুরের সুন্দর মনোরম পাহাড়ি গ্রামের মধ্যে অনবদ্য সুন্দর, পরিষ্কার ও নতুন সাজানো হোমস্টেতে পরিবার ও বন্ধুবান্ধব সহ আসুন ও উপভোগ করুন ছুটির দিনগুলোতে। নিজেদের পছন্দমফিক খাবার অর্ডারের ব্যবস্থা ও আছে, প্রয়োজন মতো পনির, দেশি মুরগির মাংস, খাসির মাংস ও পেয়ে যাবেন গরম গরম।
🏞এখান থেকে সময় করে ঘুরে নিতে পারবেন - কাফেরগাঁও, নোকডারা লেক, সানরাইজ ভিউ পয়েন্ট, গিটডাবলিং, পানবুদারা ভিউ পয়েন্ট, বুদ্ধা পার্ক, লামাদারা ভিউ পয়েন্ট। চারখোলে ট্রেকের পথে অজস্র ভিউ পয়েন্ট এবং বার্ডস ওয়াচিং পয়েন্ট ফটোগ্রাফারদের জন্য আদর্শ। এই অফবিট পরিবেশে বিভিন্ন রঙের প্রজাপতি🦋 ও নজর কাড়বে।
কালিম্পং এর সমস্ত ভিউ পয়েন্ট যেমন মর্গান হাউস, দুর্পিন মনাস্ট্রি, রামধুরা ভিউ পয়েন্ট, ক্যাকটাস নার্সারি, ডেলো পার্ক, জলসা বাংলো ভিউ পয়েন্ট ইত্যাদি এবং লাভা, রিসপ, কোলাখাম, ছাঙ্গে ফলস ও ঘুরে আসা সম্ভব খুব সহজেই। দার্জিলিং, সিটং, তিনচুলে ও সাইটসিন করানো হয়। 🌁 প্যারাগ্লাইডিং ও রিভার রাফটিং ও সহজেই করে আসা যায় এখানে থেকে। **বর্তমানে সামান্য খারাপ রাস্তা হলেও চুইখিম ও ইয়েলবঙ এর ক্যানিয়ন ট্রেক ও সম্ভব এই সফরে। #livinghopehomestay #Charkhole #offbeattravel #NorthBengal #চারখোল 🟣কিভাবে পৌঁছে যাবেন? ✅এনজেপি থেকে কালিঝোড়া হয়ে সামথার ফরেস্ট পেরিয়েই পৌছে যাবেন চারখোল। রাস্তা বেশ সুন্দর। বাইক🏍 অথবা স্কুটিতে🛵 সচ্ছন্দে পৌঁছে যাওয়া যায় হোমস্টের দরজায়। সময় লাগে মাত্র ২ ঘন্টার মতো। 💠শিলিগুড়ি ও কালিম্পং থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে। হোমস্টের নিজস্ব গাড়িতে পিক আপ ও ড্রপের ব্যাবস্থা আছে। হোমস্টের ঠিক দরজায় গাড়ি ড্রপ ; তাই সিনিয়র সিটিজেন বা অন্য ট্রাভেলার্সদের সমস্যা হবে না। 🏡হোমস্টের ট্যারিফ - ডিলাক্স রুম 1200 জনপ্রতি 🍱ব্রেকফাস্ট, লাঞ্চ,...
Read moreNice place but is over hyped. Lot many homestays are available but they are not maintained properly. Good to spend just 1 day here and enjoy the view of Kanchenjunga and sunset from view point for which you need...
Read moreVery good place to visit in North Bengal with...
Read more